রাজধানীতে যাত্রা শুরু করলো ক্লাসিক কাট বুটিক সেলুন
রাজধানীর গুলশানে উদ্ধোধন হয়েছে ক্লাসিক কাট বুটিক সেলুনের।
শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় এই সেলুনের উদ্ধোধন করা হয়।
আর এম সেন্টারে সেলুনটির উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্র নায়ক শিপন মিত্র, জয় চৌধূরী, অভিনেতা ও মডেল ইমরান খান, মাসুদ রানা ও আরজে নিরবসহ বিশিষ্ট ব্যক্তিরা। পাঁচজন স্বপ্নবাজ তরুণের উদ্যোগে এই সেলুনে স্থাপন করা হয়েছে। উদ্যোক্তরা জানান, রূপচর্চা এখন আর বিলাসিতা নয়। সৌন্দর্য্য চর্চা একজন পুরুষকে আত্নবিশ্বাসী করে তোলে। লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আই/এ