দেশজুড়ে

ট্রাক দুর্ঘটনায় দু'ব্যবসায়ী নিহত, ১২টি গরু উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখালীরে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের হাট এলাকায় গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকে থাকা ১৪টি গরুর মধ্যে ১২টি জীবিত ও দুটি মৃত অবস্থায় পাওয়া গেছে।  

নিহতরা হলেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম (৩০) ও খবির (৪০)। গান্ধীমারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ট্রাকটি কুষ্টিয়া থেকে গরু নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। দুপুরের দিকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার শুরু করে। উদ্ধারকারী দল ট্রাকের ভেতর থেকে দুই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে। 

ওসি হারুন আরও জানান, ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ নিহতদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে এবং ঘটনার তদন্ত চলমান রয়েছে।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন