জাতীয়

সচিবালয়ে ১ঘণ্টার কর্মবিরতিতে কর্মচারীরা

ছবি: সংগৃহীত

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০টা থেকে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। তারা হুঁশিয়ারি দিয়েছেন, অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলতে থাকবে।

ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদীউল কবীর জানান, সকাল সোয়া ১০টা থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মবিরতি চলেছে। পরে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে গিয়ে অবস্থান করেন।

এর আগে, গতকাল বুধবার বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতারা কর্মসূচির ঘোষণা দেন। তারা জানান, দাবি পূরণ না হলে সচিবালয়ের কর্মচারীরা প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন। ৩১ মে’র পরেও দাবি পূরণ না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সতর্ক করেন তারা। এ ছাড়া মাঠপর্যায়ের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ সব দপ্তরেও একযোগে এই কর্মবিরতি পালনের আহ্বান জানান ঐক্য ফোরামের নেতারা।

প্রসঙ্গত গত বৃহস্পতিবার (২২ মে) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধনের মাধ্যমে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন করা হয়। এরপরেই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা এ অধ্যাদেশের বিরোধিতা করে আন্দোলনে নামেন। আন্দোলনের মধ্যে গত রোববার সন্ধ্যায় সরকার ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করে। গত শনিবার থেকে এই অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মচারীরা লাগাতার কর্মবিরতি পালন করছেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন