জাতীয়

বাজুস নেতার গ্রেপ্তারের প্রতিবাদে

সারাদেশে জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) শীর্ষ নেতার গ্রেপ্তারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনটি। সহ-সভাপতি রিপনুল হাসানকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ মে) থেকে সারা দেশে জুয়েলারি ব্যবসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাজুস।

বুধবার (২৮ মে) সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার এলাকায় নিজ দোকান থেকে রিপনুল হাসানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় এক যৌথ বিবৃতিতে জানান, সহ-সভাপতিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হয়েছে। তারা তার অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং ঘটনার তীব্র নিন্দা জানান।

বাজুস জানিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকান বন্ধ থাকবে। পাশাপাশি প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন