পুলিশ কনস্টেবল হত্যা, ডাকাত সর্দার নুর ইসলাম গ্রেপ্তার
সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার নুর ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত নুর ইসলাম (৩১) বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার ধাপসুখানগড়ী গ্রামের বাসিন্দা।
সোমবার (২৬ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার দেওভোগ বাংলাবাজার এলাকা থেকে নুরুকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ র্যাব-১২ এ তথ্য জানিয়েছেন।
র্যাব জানায়, গত ২৪ এপ্রিল গভীর রাতে টাঙ্গাইলের বাসাখানপুর এলাকায় একদল ডাকাত পিকআপ ভ্যানসহ ছয়টি গরু ডাকাতি করে। পিকআপ ভ্যানটি যমুনা সেতু পশ্চিম থানা পার হয়ে হাটিকুমরুলের দিকে যাচ্ছিলো।
এ সময় পুলিশের একাধিক টহল দল পিকআপ ভ্যানটি থামাতে চেষ্টা করলে পিকআপ ভ্যানটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ঝাঐল ওভারব্রীজ এলাকায় মহাসড়কে ব্যরিকেড দেয়। ডাকাতদল ব্যরিকেড ভেঙে এক পুলিশ কনস্টবলকে ধাক্কা দিয়ে চলে যায়।
এতে পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকায় রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ধানমন্ডি ইবনেসিনা হাসপাতালে ভর্তি করে হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৭ এপ্রিল তার মৃত্যু হয়।
আই/এ