জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে আজ ৮ রাজনৈতিক দলের বৈঠক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের ৮টি রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। রোববার (২৫ মে) বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হবে শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টার কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, বৈঠকে জুলাই মাসে অনুষ্ঠিতব্য গণ-আন্দোলনের প্রতি সমর্থন জানানো রাজনৈতিক দলগুলোর একজন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বৈঠকে অংশ নেবেন।

এছাড়াও যারা বৈঠকে থাকবেন, তাদের মধ্যে রয়েছেন—বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, গণ-অধিকার পরিষদ, নেজামে ইসলামী পার্টি এবং হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা।

বৈঠকে নির্বাচন, কাঙ্ক্ষিত সংস্কার এবং স্বৈরশাসনের পৃষ্ঠপোষকদের জবাবদিহির বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। অংশগ্রহণকারী দলগুলো অন্তর্বর্তী সরকারের সামনে নিজেদের প্রস্তাব ও মতামত তুলে ধরবেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন