রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক

নির্বাচন ও সংস্কারের ‘রোডম্যাপ’ দরকার: জামায়াতের আমির

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন জামায়াতের আমির শফিকুর রহমান

নির্বাচন ও সংস্কারের ‘রোডম্যাপ’ দরকার বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে জামায়াতের আমির এ কথা বলেন   

জামায়াতের আমির বলেন, নির্বাচনের সময়টি কখন, সেটির একটি রোডম্যাপ দরকার। পাশাপাশি সংস্কারেরও রোডম্যাপ প্রয়োজন। নির্বাচনের আগে সংস্কার ও বিচার দৃশ্যমান হতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না। আবার সব সংস্কার এই সরকার করতে পারবে না। মাত্র পাঁচটি সংস্কারে সরকার হাত দিয়েছে। সেগুলো সন্তোষজনকভাবে নিষ্পত্তি হওয়া উচিত।

তিনি আরও বলেন, সবাই এগিয়ে এলে অর্থবহ সংস্কারের মধ্য দিয়ে অর্থবহ নির্বাচন হতে পারে। সবাই সেই দিনের অপেক্ষায়

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন