কালবৈশাখীতে লণ্ডভণ্ড ঘরবাড়ি, ফসলের ব্যাপক ক্ষতি
ঝিনাইদহের কালীগঞ্জে উপর দিয়ে বয়ে যাওয়া প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে এলোমেলো হয়ে গেছে জনজীবন। কয়েক মিনিট স্থায়ী এ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি খাতে।
বুধবার (১৫ মে) রাতের এই দুর্যোগে বহু গাছ উপড়ে পড়েছে, ভেঙে গেছে বিদ্যুৎ লাইন, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। তবে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে ফলমূল ও শাকসবজির ক্ষেতগুলোতে।
স্থানীয় কৃষকদের ভাষ্য অনুযায়ী, আম, জাম, লিচু, কলা, পানের বরজসহ অনেক বাগান ঝড়ের তাণ্ডবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু গাছে থাকা ফল মাটিতে পড়ে নষ্ট হয়েছে, অনেক গাছের ডাল ভেঙে গেছে কিংবা সম্পূর্ণ উপড়ে পড়েছে।
এলাকার চাষিরা জানাচ্ছেন, এ বছর ভালো ফলনের আশা ছিল, বিশেষ করে আম ও লিচুতে। কিন্তু ঝড় সেই আশায় জল ঢেলে দিয়েছে। কৃষি খাতেই ৫০ লাখ টাকারও বেশি ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন তারা।
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুব আলম রনি বলেন, "কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে ফল ও সবজির চাষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের টিম ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করছে এবং প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।"
এদিকে এমন আকস্মিক বিপর্যয়ে আতঙ্কে আছেন কৃষকেরা। তারা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন, যাতে তারা নতুন করে চাষাবাদের প্রস্তুতি নিতে পারেন।
এমএ//