ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারলো বাংলাদেশ
বাংলাদেশ দল এবার ইংল্যান্ডকে হারিয়েছে। বিশ্বকাপের আগে সারা প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে ইংলিশদের বিরুদ্ধে জয় পেলো লাল-সবুজের নারীরা। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ জিতেছে বাংলাদেশ।
গতবারের অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের রানার্সআপ দল ইংল্যান্ড। কুয়ালালামপুরে ম্যাচটি সুপার ওভারে ২ রানে জিতেছে সুমাইয়া আক্তারের দল।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১১৩ রান তোলে ইংল্যান্ড। জয়ের জন্য শেষ বলে ১ রান লাগতো বাংলাদেশের। উইকেটও হাতে ছিল ১ টি। শেষ বলে নিশিতা আক্তার রানআউট হলে ম্যাচ সুপার ওভারে গড়ায়।
ইংলিশ স্পিনার কোর্টিন কোলম্যানের সুপার ওভারে ১১ রান তোলে বাংলাদেশ। সাদিয়া আক্তার ৩ বলে ৮ রানে অপরাজিত ছিলেন। ওভারের চতুর্থ বলে হাঁকিয়েছেন ছক্কা।
বাংলাদেশের হয়ে হাবিবা আক্তার সুপার ওভার করেন। চমৎকার এক ওভার করা হাবিবার শেষ বলে জয়ের জন্য চার রান দরকার ছিল ইংল্যান্ডের। তবে সেই বলে ২ রানের বেশি আসেনি।
ব্যাট হাতে সাদিয়া ম্যাচে ১৭ বলে ২০ রানের ইনিংস খেলেন। দলের হয়ে আনিসা আক্তার নিয়েছেন ৩ উইকেট।
বাংলাদেশের মেয়েদের যেকোনো প্রতিযোগিতায় প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারিয়েছে তারা।
এম এইচ//