টানা তিন পরাজয়ে টেবিলের আটে সাকিবের দল
বাংলা টাইগার্স একেবারেই সুবিধাজনক জায়গায় নেই। টানা ৩ ম্যাচে পরাজয় দেখতে হলো তাদের। অধিনায়ক সাকিব আল হাসান থেকেও খুব একটা পারফরম্যান্স পাওয়া যাচ্ছে না।
সবমিলিয়ে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ২ জয়ের ৪ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে আছে বাংলা টাইগার্স।
নয় দলের টুর্নামেন্টে খাবি খাচ্ছে সাকিবের দল। ইউপি নওয়াবসের বিপক্ষে আজ টসে হেরে ব্যাট করতে নামে টাইগার্স। নির্ধারিত ১০ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ৮৭ রান করে সাকিবরা।
সাকিব নিজে কেবল খেলতে পেরেছেন ১ বল, শূন্য রানে ছিলেন অপরাজিত। এদিকে বল হাতেও ১২ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি।
ইউপি নওয়াবস ১২ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।
এম এইচ//