ফুটবল

২০০ মিলিয়নে লামিন ইয়ামালকে চায় পিএসজি

বার্সেলোনার হয়ে খেলা মাত্র ১৬ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড লামিন ইয়ামালকে কিনতে চায় ফরাসি জায়ান্ট পিএসজি।  সেজন্য বার্সাকে ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পর্যন্ত দিতে প্রস্তুত কাতার মালিকানাধীন ক্লাবটি।

ফরাসি সংবাদ মাধ্যম লা প্যারিসিয়ান বলছে সেই কথা।  সংবাদ মাধ্যমটির তথ্য মতে পিএসজি এই প্রস্তাব বার্সাকে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

গত মৌসুম শেষে পিএসজি ছাড়বেন কিলিয়ান এমবাপ্প।  প্যারিস ছেড়ে রিয়াল মাদ্রিদে এমবাপ্পে যোগ দিলে তার জায়গা  পূরণে লামিন ইয়ামালকে পিএসজি দলে নিতে চায় বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

শুধু ইয়ামাল নয় ভিক্টর ওসিমহেন, মার্কো রাশফোর্ড, ভিনিসিয়াস জুনিয়র, বেনার্ড সিলভা, ব্রুনো গিমারেজের মতো আরও অনেকে আছে পিএসজি ট্রান্সফার টার্গেটে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন