প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন হামলায়, নিহত ৮
পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় তিনটি জাহাজে ‘মারাত্মক কাইনেটিক স্ট্রাইক’ চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই হামলায় আটজন নিহত হয়েছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের মিলিটারি সাউদার্ন কমান্ড জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে এই হামলা হয়। নিহতরা মাদক পাচারকারী।
গত সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার আশপাশের প্রশান্ত ও ক্যারিবীয় অঞ্চলে এমন অভিযানে ৯০ জন নিহত হয়েছেন। যা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল।
এদিকে পেন্টাগন জানিয়েছে, মাদক পাচার বন্ধে ক্যারিবীয় সাগর ও মেক্সিকো উপসাগরে যুদ্ধজাহাজ, সাবমেরিন, ড্রোন ও যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।
ভেনেজুয়েলা সরকার অভিযোগ করেছে, তেল-গ্যাস সম্পদ লুটের উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্র সামরিক শক্তি বাড়াচ্ছে।
এসএইচ//